মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২৬ বোতল বিদেশী মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের হাদি সর্দারের স্ত্রী পারভিনা খাতুন (২০)।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশী মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন ভূইয়া জানান, আসামী পারভিনা এবং পলাতক বাকী দুই আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Drop your comments: