মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এলাকা থেকে ৫শ’ পিস ইয়াবা ও ২ কেজি ভারতীয় গাঁজাসহ মো. লিটন হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে র্যাব সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাগজপুকুর গ্রামস্থ সাফাদ সাইদা সুপার মার্কেটের সামনে র্যাবের একটি চৌকস টিম অভিযান চালিয়ে মাদকসহ তাকে হাতেনাতে আটক করে। আটক লিটন বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে।
যশোর র্যাব-৬ সিপিসি ৩ ক্যাম্পের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পৌরসভার কাগজপুকুরস্থ সাফাদ সাইদা সুপার মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ও ২কেজি গাঁজাসহ লিটন নামে একজনকে আটক করা হয়। আটক লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।