
মো. রাসেল ইসলাম: বেনাপোল পুটখালী সীমান্তে বোমা বিষ্ফোরনে তিন যুবক মারাত্মকভাবে জখম হয়েছে। আহত তিন যুবককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে তাদের স্বজনেরা।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বেনাপোল পুটখালী সীমান্তের মধ্যমপাড়ায় এ ঘটনা ঘটেছে।
আহত তিন যুবক হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও বাগআচাঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪০)।
আহতদের মধ্যে রাশেদ নামে যুবকের ডান হাতের কবজি উড়ে গেছে। আশিকুর ও সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সালাউদ্দিন স্বপন।
এদিকে বোমা বিষ্ফোরনে আহত সোহেল বলেন, পুটখালী মধ্যপাড়ায় রাতে তারা তিন বন্ধু রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত কেউ তাদের উপর বোমা হামলা করে। এ সময় রাশেদের বাম হাতের কবজি উড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারে তারা বোমা তৈরি করছিলেন। এ সময় বোমা বিষ্ফরণে তারা নিজেরাই আহত হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান জানান, পুটখালী সীমান্ত এলাকায় বোমা বিষ্ফোরনে তিনজন আহত হয়েছে বলে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।