মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর আলী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর এক যাত্রী আহত হয়।
রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় বেনাপোল পৌররসভার আমড়াখালী পৌরগেটে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী শার্শা উপজেলার বরবাড়ীয়া গ্রামের আলী কদরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেনাপোল পৌরগেট সংলগ্ন হাইওয়ে সড়কের উপর যশোর টু বেনাপোল গামী লিজা পরিবহন (যশোর জ – ১১০০১৭) বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ( যশোর হ- ১২১৯১৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেল চালক ওমর আলী ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। মোটর সাইকেলের অপর অজ্ঞাতনামা যাত্রী গুরুতর আহত হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আহত ব্যক্তির নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।