যশোর জেলা প্রতিনিধি: এই প্রথম বন্দর নগরী বেনাপোলে পথচলা শুরু করলো “ফুড পোর্ট পার্ক এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট”।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বেনাপোল পৌর গেট নতুন বাস স্যান্ডের পার্শে এই “ফুড পোর্ট পার্ক এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট”এর শুভ উদ্বোধন করা হয়।
আধুনিক মানের ও রুচিসম্মত খাবার ক্রেতা সাধারণের কাছে পৌছে দিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানান আয়োজনের মধ্য দিয়ে বেনাপোল সীমান্তে চালু হলো ” ফুড পোর্ট পার্কটি”।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল ইমিগ্রেশনের ওসি বুরহান উদ্দিন, এনএনআই এর এডি ফরহাদ হোসেন, বেনাপোল পোর্ট থানার এসআই হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল করিম, মোঃ শাহাদুর রহমান খোকন, মোঃ নাজিম উদ্দিন গাজি, মোঃ জিয়াদ আলী মোড়ল, কাজি শাহিনুর ইসলাম, মনিরুজ্জামান ঘেনা প্রমুখ।
দোয়া ও মোনাজাত করেছেন এনামুল হাসান বিননুর চেয়ারম্যান আননুর ফাউন্ডেশন বেনাপোল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রিপন হোসেন এন্ড শওকত আলী।