যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান ৩৬ বোতল ফেন্সিডিল সহ সাদিপুর গ্রামের আব্বাসের ছেলে রাকিব হোসেন(২২) ও একই গ্রামের সেলিম রেজার ছেলে নাইমুর রহমান মানিক(২০)কে গ্রেফতার করা হয়।অপর দিকে ৭৫০ গ্রাম গাঁজা সহ বড় আঁচড়া গ্রামের আবু মুছা রানার স্ত্রী মোছাঃ বিউটি খাতুন(৪৫) ও একই গ্রামের মৃত সুলতান এর ছেলে আব্দুল জলিল(৪৮)কে গ্রেফতার করা হয়।
সোমবার(১৮মে) গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন,এএসআই আলমগীর,কনেস্টবল আমিনুল ইসলাম ও নারী কনেস্টবল ফারজানা খাতুন বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান উদ্ধার মাদক সহ ৪ আসামীর বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো বলেন, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।