![InShot_20220123_131620492](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/01/InShot_20220123_131620492-scaled.jpg)
মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল বোয়ালিয়া গ্রাম থেকে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
রোববার (২৩ জানুয়ারি) বোয়ালিয়া গ্রামের একটি খাবার হোটেলের সামনে থেকে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মনিরামপুর থানার গোপালপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মোছাঃ পারভীন বেগম(৩৫), বসুন্দিয়া গ্রামের গফ্ফার খানের স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন(৩৫) ও বেনাপোল কাগজপুকুর গ্রামের মৃত আফছার মোড়লের ছেলে মো. আনিচুর রহমান(৪৮)।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রোকনুজ্জামান ও এএসআই সিকদার মাসুম পারভেজ বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করে। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো।