
যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে জেলা পরিষদের আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান” স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। শিক্ষার্থীরা পরিবেশ, সামাজিক ন্যায়বিচার, প্রযুক্তির ব্যবহারসহ নানা বিষয়ে তাদের আইডিয়া উপস্থাপন করে। বিদ্যালয়ের দেয়ালে আঁকা হয় গ্রাফিতি, যেখানে ফুটে ওঠে ঐতিহাসিক স্মৃতি ও তরুণদের স্বপ্ন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসানুল কবির তুহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া, বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্না, শহীদ আব্দুল্লার বাবা আব্দুল জব্বার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল অঞ্চলের ছাত্ররা। অনুষ্ঠানের পর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শহীদ আব্দুল্লার স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।