মো. রাসেল ইসলাম: বেনাপোল পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত পৌর মেয়র ও সাধারণ কাউন্সিলরগণদের সংবর্ধনা দিয়েছে ট্রান্সপোর্ট মালিক সমিতি।
সোমবার (২৪ জুলাই) সকালে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নিজস্ব ভবন সভা কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি একে, এম আতিকুজ্জামান সনির সভাপতিত্বে এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. নাসির উদ্দিন সহ ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও মহিলা সংরক্ষিত আসনের দুই কাউন্সিলর। এসময় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলেল শুভেচছা ও ক্রেস্ট তুলে দেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির কার্যনিবাহী সদস্যবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান (অহিদ), বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সহ সভাপতি মো. ইদ্রিস আলী, সহ সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত পৌর কাউন্সিলর আজিম উদ্দীন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাজেদুর রহমান (সুমন), অর্থ সম্পাদক মো. মুছা করিম (মুছা), পরিবহন ও বন্দও বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম (রিপন), কার্যকরী সদস্য রাজু আহম্মেদ ও মো. আহসান হাবিব।