মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে বেনাপোল পোর্ট থানা পুলিশ মাননীয় প্রধানমন্ত্রী’র সাথে ভার্সুয়ালী অংশগ্রহণ করে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
রোববার সকালে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে থানার সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আঃ গফ্ফার সর্দার, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমানসহ থানায় কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।