মাদারীপুরে মাকে হত্যার দায়ে ছেলে হিরণ্ময় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২৭জুন) সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে সে জবানবন্দি দেয়।
পরবর্তীতে আদালতের বিচারক মো. সাইদুর রহমান অভিযুক্ত হিরণ্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার বিকেলে হিরণ্ময়কে কালকিনির শশিকর এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে আটক করে ডাসার থানা পুলিশ।
ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসানুজ্জামান জানান, গত বুধবার হঠাৎ নিখোঁজ হন কালকিনির শশিকর গ্রামের ৫৬ বছর বয়সী বৃদ্ধা কানন বালা। পরে শনিবার বাড়ির পাশের একটি বিলে বৃদ্ধার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত কানন বালার স্বামী হরলাল তালুকদার বাদী হয়ে ছেলেকে আসামী করে ডাসার থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে অভিযান চালিয়ে ওই বৃদ্ধার ছেলেকে আটক করে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে আদালতে পাঠায় পুলিশ। বিলের পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে মাকে হত্যার দায় স্বীকার করে সন্ধ্যায় আদালতে জবানবন্দি দেয় হিরণ্ময়।