কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে বিয়ে বাড়ীতে নাচ-গানকে কেন্দ্র করে ছুরিকাঘাতে বরপক্ষের রাহুল বাস্ফর (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।তিনি গাইবান্ধা জেলার কাচারীবাজার এলাকার প্রদীপ বাস্ফরের পুত্র।
জানা গেছে, রোববার রাতে গাইবান্ধা থেকে বর পক্ষের লোকজন বিয়ে বাড়িতে আসে। রাতভর নানা আনুষ্ঠানিকতার পর সোমবার (৭ মার্চ) সকালে কনের বিদায়ের সময় আনন্দ উল্লাসকে কেন্দ্র করে কনেপক্ষের বাড়ির পাশের এক প্রতিবেশীর সঙ্গে রাহুলের বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয় এবং সংঘর্ষের মধ্যে রাহুলকে ছুরিকাঘাত করা হয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইইনচার্জ(ওসি) খান মো. শাহরিয়ার জানান, বিয়ে বাড়ীতে নাচ-গানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারে চেষ্টা চলছে।