বিদেশে বিমান ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিদেশগামী যাত্রী এবং প্রবাসীরা উভয়েই এই বিষয়ে সোচ্চার হয়েছেন। এই পরিস্থিতিতে, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী অধিকার ঐক্য পরিষদের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিমান ভাড়া কমানোর দাবি তুলেছেন নেতৃবৃন্দ।
রবিবার (২ ফেব্রুয়ারী) আমিরাতের আজমান শহরে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার আতিকুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। সভায় সংগঠনের সভাপতি নাসির উদ্দীন মিলন সভাপতিত্ব করেন। মোতাব্বির হোসেন রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা কালাম মাহমুদ এবং প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য জসিম মজুমদার।
সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে বিমান ভাড়া জনগণের নাগালের মধ্যে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একই সাথে ভিসা জটিলতা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহিদ সারওয়ার, নুরুল ইসলাম, নাছির উদ্দীন, জুনায়েদ আলম আলফু এবং শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মিজান মিয়াজি,পান্নু, বিল্লাল, জিয়াউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি প্রবাসীদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান।