মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা অফিসার্স ক্লাব এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য পেশ করেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম, ইউএনও’র সহধর্মিণী মমতাজ মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহিদুর রহমান প্রমুখ । এতে উপজেলার রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা উপজেলা নিবার্হী অফিসারের কার্যকর্মের সন্তুষ্টি প্রকাশ করেন এবং নতুন কর্মস্হলে পেশাগত সাফল্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কর্মময় প্রায় দুই বছরের আলোচনা করতে গিয়ে আবেগ প্রবণ হয়ে বলেন, আমি সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম ।
উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২০ সালের আগস্ট মাসে যোগদান করেন ইউএনও যোবায়ের হোসেন। এরপরে দুবার বদলির আদেশ হলেও বাতিল হয়ে যায়। পরে আগস্টের ২৯ তারিখে তাঁকে উপপরিচালক পদে পদোন্নতি দিয়ে রাজশাহী কর্ম কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়। পরে ফুলেল ও ক্রেষ্ট প্রদান করা হয়।