নতুন মৌসুমের লা লিগার শুরুটা মোটেই চ্যাম্পিয়নের মতো শুরু করতে পারেনি রিয়াল মাদ্রিদ।
উয়েফা চ্যাম্পিয়নস লিগেও একই রকম ব্যর্থ রামোসের দল। এ দুই লিগে দুর্বল দুই দলের বিপক্ষে হেরে যান জিদানের শিষ্যরা। টানা দুই হারে রিয়াল মাদ্রিদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছিল। কোচ জিনেদিন জিদানের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু শনিবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনাকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়ে পাশার দান উল্টে দিয়েছে রিয়াল।
এতদিন সমালোচনা আর নানা তীর্যক বাণে বিদ্ধ হওয়া কোচ জিনেদিনে জিদান চুপ থেকে সব হজম করছিলেন। কিন্তু এল ক্লাসিকোতে মেসিদের এভাবে বিধ্বস্ত করে যেন সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিলেন জিদান।এর সঙ্গে পাল্টা জবাবের বদলে সমালোচকদের খোঁচা দিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিদান।
তিনি বলেন, ‘সমালোচকদের মুখ বন্ধ করা আমাদের কাজ নয়। তাদের কথায় কিছু যায় আসে না। আমরা আমাদের কাজ করি। তারা এতকিছু বলার পরও নিজেদের ওপর বিশ্বাস রেখে আমরা ভালো খেলেছি। আমি আমার খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্ট।’