বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে রাজপুকুর পাড় থেকে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রতিবন্ধী মৃত উচাইসিং মারমা (৩৫) বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া এলাকার কালামং মারমার ছেলে।
স্থানীয়রা জানায়,শনিবার (২৯ এপ্রিল) বেলা ১০ টার দিকে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে রাজপুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় রাজপুকুর পাড়ে উপর হয়ে শুয়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে বেলা ১১ টায় ঘটনাস্থল হইতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা আরও জানায়, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে রাজপুকুর পাড়টি নির্জন হওয়ায় প্রতিদিন সন্ধ্যার পরে বিভিন্ন নেশাগ্রস্তদের আড্ডার স্থান হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে। এছাড়া মরদেহটির মাথার পেছনে ছোট আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।