বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানে অসহায় দরিদ্র শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছে চট্টগ্রামের বিবেকানন্দ শিক্ষা ও সংষ্কৃতি পরিষদ ।
১২ জানুয়ারি (শুক্রবার ) বান্দরবান সদরের কালাঘাটা রামকৃষ্ণ সেবাশ্রমে শতাধিক অসহায় দরিদ্র ও শীতার্থ নারী এবং পুরুষের হাতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় চট্টগ্রাম বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের গভ: বডির সদস্য ড:উজ্বল কুমার দেব, সভাপতি পংকজ কুমার দেব, সম্পাদক কৌশিক দাশ, বান্দরবান রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অনিল কান্তি দাশ, সহ -সভাপতি সুজিত দাশ নারু, সম্পাদক দীপক চক্রবর্তীসহ বান্দরবান রামকৃষ্ণ সেবাশ্রমের সেবক সেবিকারা এবং চট্টগ্রাম বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় লাইনে দাঁড়িয়ে বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ এই শীতবস্ত্র গ্রহণ করে। আয়োজকরা জানাই মানবতার কল্যাণে আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।