বাসুদেব বিশ্বাস,বান্দরবানঃ বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন তারু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো.আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বুদ্ধিজীবীদের একটা বড় অংশকে হত্যা করা হয়, জাতিকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানিরা এ হত্যাকান্ড চালিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে পাকিস্তানের চেয়ে আমরা অনেক এগিয়ে। দেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে মেধাশূন্য না করলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। এসময় বক্তারা মুক্তিযুদ্ধা ও বুদ্ধিজীবীদের অবদানের কথা সকলকে স্মরণ রাখা এবং আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর আহবান জানান।