![InShot_20230615_154150960](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/06/InShot_20230615_154150960.jpg)
বাসুদেব বিশ্বাস, বান্দরবান: আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য বান্দরবান পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল ইসলাম জেলা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
বান্দরবান জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ১৫ জুন (বৃহস্পতিবার) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা’র কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।আরো জানা গেছে, গত শুক্রবার (০৯ জুন) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বান্দরবান পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলামের নাম চূড়ান্ত হয়।
প্রসঙ্গত, শামসুল ইসলাম বান্দরবান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।