বাসুদেব বিশ্বাস,বান্দরবান: “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” স্লোগানকে সমুন্নত রেখে বান্দরবানে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার সেমিনার, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন, সদর, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বান্দরবান সদর উপজেলা প্রশাসন মাঠে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
দুপুরে ফিতা কাটার মধ্য দিয়ে বিজ্ঞান মেলা শুরু হয় এবং অতিথিরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন। বান্দরবানের ১১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন নতুন উদ্ভাবনী জিনিস নিয়ে বিজ্ঞান মেলায় অংশ নেয়। আলোচনা সভা শেষে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা), সদর, বান্দরবান পার্বত্য জেলার মোঃসাইফুল ইসলাম,অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা য়উথ ডেভেলপমেন্ট অফিসার পুলু প্রু,সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বান্দরবান জেলার মোহাম্মদ ছুরত আলম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুল আবছারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধী সমাজের লোকজন অনুষ্ঠানে যোগ দেন।