বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবান সেনা রিজিয়ন ও বান্দরবান জেলা প্রশাসনের যৌথ আয়োজনে “পার্বত্য প্রমীলা ফুটবল টুর্নামেন্ট”-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি (সোমবার) বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।বিভিন্ন রংঙ্গের এর বেলুন উড়িয়ে টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষনা করেন বান্দরবানের জোন কমান্ডার লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি।বান্দরবানের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) এসএম মনজুরুল হক উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।এসময় বান্দরবান সেনা রিজিয়ন এর (জিএসও-ত্রি) ক্যাপ্টেন আব্দুল মান্নান,বান্দরবান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ আব্দুল্লাহ আল মামুন,সেনা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন মো.সাজেদুর রহমান,খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা এর সেক্রেটারি জুয়েল চাকমা,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর ভারপ্রাপ্ত সেক্রেটারি মুজিবুর রশিদ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যকালে জোন কমান্ডার বলেন,আমাদের ছেলে-মেয়েদের সুস্থ সুন্দর জীবন গঠনে খেলাধুলা’র কোনও বিকল্প নেই।এই ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।স্থানীয় খেলোয়াড়দের ক্রীড়া চর্চায় সেনা জোন এবং বান্দরবান রিজিয়ন অতীতের ন্যায় আগামীতেও সহায়তা করবে।এসময় তিনি বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা এর সভাপতি শাহ্ মোজাহিদ উদ্দিনের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।উদ্বোধন অনুষ্ঠানে এসময় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা এর দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট এর উদ্বোধনী দিনের প্রথম খেলায় খাগড়াছড়ি জেলা ৪-১ গোলে বান্দরবান জেলা দলকে পরাজিত করে।খাগড়াছড়ির পক্ষে সর্বোচ্চ দুইটি গোল করেন তিন্নি ত্রিপুরা।এছাড়াও তিতিং ত্রিপুরা এবং স্নিগ্ধা চাকমা ১টি করে গোল করেন।দিনের অপর খেলায় বান্দরবান এর মুখোমুখি হবে রাঙামাটি জেলার প্রমীলা ফুটবল দল।
আগামী ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) টুর্নামেন্ট এর সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হবে।বান্দরবান সেনা জোন জানিয়েছে,সম্প্রীতির বান্দরবানে সামরিক ও বেসামরিক পরিমন্ডলে সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় রাখতে এবং নারী ফুটবল দলকে শক্তিশালী করার লক্ষ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এ তিন পার্বত্য জেলার নির্বাচিত নারী ফুটবল খেলোয়াররা স্ব-স্ব জেলার প্রতিনিধিত্ব করছে।