বাসুদেব বিশ্বাস, বান্দরবান: “ সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সুয়ালক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১৭ থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত বান্দরবানের ৭ উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়।
এসময় ঢাকা থেকে ভার্চুয়ালী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদল ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু (এনডিসি)।
এসময় অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: অংচালু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, ইউ এন এফ পি বাংলাদেশ এর জেলা প্রতিনিধি ধনরঞ্জন ত্রিপুরা সহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কিশোরীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: অংচালু বলেন, বিশেষজ্ঞ ডাক্তারদের মা ও শিশুর সুরক্ষায় সকলকে সচেতন হতে হবে। কিশোর-কিশোরীদের অপুষ্টি রোধ করা এবং পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করে কৈশোরকালীন মাতৃত্ব রোধ করতে সকলের প্রতি আহবান জানান। এসময় তিনি আরো বলেন, আজ ১৭ থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত বান্দরবানের ৭ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরী প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজননস্বাস্থ্য সেবা এবং কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদান করা হবে।