বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবান সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথ অভিযান পরিচালনা করে বান্দরবানের দূর্ধষ ছিনতাইকারী রকি বড়ুয়া (২৫) রকি ভাই ও তার সহযোগী মো: এমরান (২২) কে গ্রেফতার করেছে।
০৮ এপ্রিল (শনিবার) বান্দরবান সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো:তারিকুল ইসলাম। এসময় পুলিশ সুপার জানান, সম্প্রতি কয়েকটি মিডিয়ায় বান্দরবানের সুয়ালকের ত্রাস হিসেবে রকি বড়ুয়ার নাম প্রকাশিত হয়,পরে এই সংবাদের জের ধরে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ সুপার আরো জানান, গ্রেফতার রকি বড়ুয়া বান্দরবানের সীমান্তবর্তী এলাকা চট্টগ্রামের সাতকানিয়া থানার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকার বাসিন্দা রাজীব বড়ুয়ার সন্তান, আর সে বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়মিত ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং ইতিপূর্বে তার নামে সাতকানিয়া থানায় ৮টির ও বেশি চুরি,ছিনতাই এবং মাদক মামলা রয়েছে।
পুলিশ আরো জানান, ছিনতাইকারী রকি বড়ুয়া @ রকি ভাই এর সাথে তার সহযোগী মো: এমরানকে আদালতে তোলা হবে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করবে পুলিশ ও তার অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এসময় বান্দরবানের পুলিশ সুপার মো:তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো:জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শহীদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।