বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরামের এডহক কমিটির পরিচিতি সভা ও লগো উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হোটেল হিলভিউর কনফারেন্স কক্ষে কেক কেটে এই লগো উন্মোচন অনুষ্ঠিত হয়।
এসময় বান্দবান জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির কনভেনর এডভোকেট উবাথোয়াই, সদস্য খামলাই ম্রো,সদস্য মং এচিং চাক উপস্থিত ছিলেন।মানবাধিকার কর্মী ও ক্রীড়া সংগঠক অংচ মংকে নবগঠিত এডহক কমিটির আহ্বায়ক করা হয়েছে।বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরামের মুখপাত্র লুৎফুর রহমান (উজ্জ্বল) বিষয়টি নিশ্চিত করেছেন।১১ সদস্য নিয়ে নবগঠিত আহবায়ক কমিটি তিন মাসের মধ্যে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করবে এবং বান্দরবানের ক্রীড়াকে এগিয়ে নিতে কাজ করবে।কমিটিতে কারাতে লুৎফুর রহমান (উজ্জ্বল) কে সদস্য সচিব,কারাতে সংগঠক উক্যহ্লা মার্মা ,ফুটবল সংগঠক শহিদুর রহমান (সোহেল),ফুটবল সংগঠক দারুস সালাম মনির,দাবা সংগঠক রত্নজয় তঞ্চঙ্গ্যা,নারী ক্রীড়া সংগঠক উমেপ্রু,বান্দরবান ফুটবল একাডেমির কোষাধ্যক্ষ মিজান মেজবাহ্কে সদস্য করা হয়েছে।এছাড়া জেলা ও উপজেলা থেকে নবগঠিত এই কমিটিতে কয়েকজনকে সংযুক্ত করা হবে।অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন ইভেন্ট এর কোচ,খেলোয়াড়,ক্লাব প্রতিনিধি এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ক্রীড়া সংগঠক ও সংবাদকর্মী জনাব লুৎফুর রহমান (উজ্জ্বল)