![ddddd](https://banglaexpressonline.com/wp-content/uploads/2025/02/ddddd-1024x577.jpg)
বাসুদেব বিশ্বাস, বান্দরবান : বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে ২দিনব্যাপী নানা মহা মাঙ্গলিক আয়োজনে মন্দির উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত শুরু হয়েছে।
১০ ফেব্রুয়ারি (সোমবার) বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের মহা মাঙ্গলিক উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষ্যে ব্রহ্মমূহুর্তে শুরু হয় উষা কীর্ত্তন, এরপরে মাঙ্গলিক উৎসর্গ অনুষ্ঠান শুরু হয়। পরে সকাল ১০টা ১ মিনিটে শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম চলে। এছাড়া বিভিন্ন মাঙ্গলিক অর্চনা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, শ্রী শ্রী চন্ডীপাঠ, শ্রী শ্রী হোমযজ্ঞ ছাড়া চলে আরতি। ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ব্রহ্মমূহুর্তে সমবেত প্রার্থনা,সকাল ৭টায় শ্রী বিগ্রহের নিত্যপূজা এবং সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্বশান্তি কামনায় শ্রী শ্রী পুষ্পযজ্ঞ অনুষ্ঠিত হবে।
এদিকে বর্ণাঢ্য এই আয়োজনকে ঘিরে বান্দরবানের সনাতনী সম্প্রদায়ের নারী,পুরুষ ভক্তরা মন্দির প্রাঙ্গনে সমবেত হয়ে নানা মাঙ্গলিক কর্মকান্ডে অংশ নিচ্ছে এবং সমাজ ও পরিবারের সুখ শান্তি কামনায় প্রার্থনা করছে। প্রসঙ্গত: বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রতিষ্ঠার পরে বর্ণাঢ্য আয়োজনে মন্দির কমিটির উদ্যাগে এই প্রথম মন্দির উৎসর্গ করা হয় আর সেই সাথে বিভিন্ন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয়।