শাহ সুমন,বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে মোবাইল কেনাকাটা নিয়ে মুন্সিবাড়ি ও হাজীবাড়ির সংঘর্ষে ১ জন নিহত ও উভয় পক্ষের শতাধিক আহত হয়েছেন।
গুরুতর আহতদেরকে ঢাকা ও সিলেটে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ। নিহত ব্যাক্তির নাম মামুন(৪০) সে আলমপুর গ্রামের মৃত আমীর আলীর পুত্র।
শুক্রবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলমপুর গ্রামের মুন্সি বাড়ির টিপু একটি মোবাইল বন্ধক রাখে একই গ্রামের হাজী বাড়ির মোস্তাকিমের নিকট।
ঘটনার সময় মোস্তাকিম মোবাইলটি অন্যত্রে বিক্রয় করে দিতে চাইলে কথা কাটাকাটি ও সংঘর্ষের সূত্রপাত ঘটে। ৩ ঘন্টাব্যাপী উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও হবিগঞ্জ সদর থানা পুলিশ অতিরিক্ত পুলিশ নিয়ে সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে যান।
এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারসেল ও শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি এখন থানা পুলিশের নিয়ন্ত্রনে। এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।