শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জ বানিয়াচং উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়েছে।
(৭ মার্চ ২২) রোজ সোমবার সকাল ৯ টায় পদ্মাসন সিংহের সভাপতিত্বে বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে স্হাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, পল্লী বিদ্যুৎ ডিজিএম মামুন মোল্লা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান, চেয়ারম্যান আরফান উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, মৎস্য কর্মকর্তা নূরুল একরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, নির্বাচন কর্মকর্তা আরমান ভূঁইয়া,যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, বানিয়াচং উপজেলার ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক, প্রমুখ।
সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে পদ্মাসন সিংহের সভাপতিত্বে শতকন্ঠে ৭ই মার্চ উপলক্ষে ভাষন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।