শাহ সুমন ঃ- হবিগঞ্জের বানিয়াচংয়ে শুঁটকি নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।।
শুক্রবার (১১ অক্টোবর) ভোর ৫ ঘটিকার সময় আমন নগর এলাকায় এঘটনাটি ঘটে।সেলিম মিয়া ১নং উত্তর – পুর্ব ইউনিয়নের বাদাউড়ি গ্ৰামের মোঃ জালাল মিয়ার পুত্র। তিনি পেশায় একজন জেলে।প্রতিদিনই ভোরে মাছ ধরতে যেতেন শুঁটকি নদীতে। সেলিম মিয়ার বাবা জালাল মিয়া জানান, ভোর ৫ টার দিকে সেলিম মিয়াসহ পাঁচ জন শুঁটকি নদীতে মাছ ধরতে যান।এ সময় বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ে নদীর পাড়ে নির্মিত বাঁশের উড়ার ঘরের দিকে যাচ্ছিলেন । হঠাৎ করেই বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সেলিম মিয়ার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অপর এক জেলে সামান্য আহত হন। সেলিম মিয়ার এক ছেলে ও দুই মেয়ে। তার এ আকস্মিক মৃত্যুতে পরিবারের ও এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন শুঁটকি নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যুর খবর শুনেছি।আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।