শাহ সুমন, বানিয়াচং থেকে: বানিয়াচংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যাক্তি কে এক লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হাসান।
সোমবার (৮ আগস্ট) বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী লাখাই উপজেলার তাজুল ইসলামের পুত্র মো. নজরুল ইসলাম কে ১লক্ষ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়েছে।
এসময় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে বালু উত্তোলনের মেশিন জব্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুল হাসান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Drop your comments: