শাহ সুমনঃ “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র্যালি ও আলোচনা পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪জুলাই) সকাল সাড়ে এগারোটায় বানিয়াচং উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় স্বাগতম বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইকরাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, বক্তব্যে বলেন এখন আর আগের মতো দেশী মাছ পাওয়া যায় না। কারণ মাছ বর্ষকালে মাছ বড় না হতেই কারন্ট জাল, ভের জাল, দিয়ে মাছ মেরে ফেলা হচ্ছে।তার পাশাপাশি এক ধরনের বিষ প্রয়োগ করে পানিতে থাকা চিংড়ি, পুঁটি,কই, ষোল, মাগুর, শিং, বোয়াল ইত্যাদি দেশীয় সব ধরনের মাছ মেরে ফেলা হচ্ছে। সবাই মিলেমিশে দেশীয় মাছকে রক্ষা করতে হবে। তবেই দেশী মাছের বংশ বিস্তার লাভ করবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মোঃ ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, পিআইও মলয় কুমার দাস, যুগ্ন সাধারণ সম্পাদক, তজিমুল হক, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক মোঃ নুরুল ইসলাম, আকিকুর রহমান রুমন, আক্তার হোসেন আলহাদী,
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।