![InShot_20231022_205137615](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/10/InShot_20231022_205137615-scaled.jpg)
শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি:বানিয়াচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।এউপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার (২২ অক্টোবর) সকাল ১১.টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করা হয়।র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো:সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বোরহান উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, মুহিবুর রহমান, তাহের মিয়া,নোমান উদ্দিন প্রমূখ। সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়কের দাবি একটি নাগরিক অধিকার।পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দদেরকে আরও দায়িত্বশীল হতে হবে।
মোটরসাইকেল চালক ও আরোহীদেরকে সতর্কভাবে সঠিক নিয়ম মেনে চলাচল করার জন্য আহবান জানানো হয়।এছাড়াও যাত্রী সাধারণকে ও আরও বেশি সচেতন হয়ে চলাচল করতে আহবান জানানো হয়েছে।