![InShot_20220525_184714572](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/05/InShot_20220525_184714572-scaled.jpg)
শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
(২৫ মে) বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) বানিয়াচং শাখার আয়োজনে উপজেলা সদরের নাজমুল হাসান জাহেদ একাডেমিতে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রাখিব মাখনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হোসেন মারুফ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা.সাখাওয়াত হাসান জীবন।প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন,বর্তমান স্বেরাচারী আওয়ামী সরকারের পতন ঘটাতে হলে নতুন করে গণ আন্দোলন গড়ে তোলা হবে।
দেশের প্রতিটি স্হানে বিএনপি’র নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।এসময় বিনা বিচারে কারাবন্দী খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে কারাগার থেকে মুক্ত করে দেশের গনতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনার জন্য জনগনের নিকট আহবান জানান তিনি।তিনি আরো বলেন, মনে রাখবেন বিএনপির ইতিহাস গনতন্ত্র প্রতিষ্ঠা করার ইতিহাস।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবিগন্জ-বাহুবল আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া,হবিগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ লুৎফুর রহমান,উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম প্রমুখ। এতে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।