শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ ন্যাশনাল এগ্ৰিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিঃ এর সহযোগিতায় হবিগঞ্জ বানিয়াচং উপজেলায় বোরো ধানের সমকালীন চাষাবাদে কৃষকদের মাঝে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
(২ নভেম্বর) রোজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ মোঃ তমিজ খানের সভাপতিত্বে ও বানিয়াচং কৃষি অফিসার মোঃ কৃষিবিদ, এনামুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসনহ সিংহ , কৃষিবিদ, খন্দকার মকবুল হোসেন, কৃষিবিদ মোহাম্মদ আল-আমিন প্রমূখ।
২৮ এর পরিবর্তে ৮৮,৮৯, ধান চাষ করা, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, শিক্ষিত যুবকরা এখন কৃষির দিগে অগ্রসর হচ্ছে। সরকার কৃষকদেরকে সব ধরনের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।