শাহ সুমন, বানিয়াচং থেকে: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬নং ইউপি কাগাপাশা মাজারের ভন্ড পূজারীদের হাতে হামলার শিকার হন আলেম মাওলানা ফাহাদ চৌধুরী, ও মাওলানা মামদুদ চৌধুরী, হামলাকারীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে।
(২৮ ফেব্রুয়ারী ২০২৪) বুধবার সন্ধ্যা ৬ ঘটিকায় মাওলানা আব্দুল বাসিত আজাদ (বড় হুজুর) এর সভাপতিত্বে দারুল কোরআন মাদরাসা অফিস রুমে বানিয়াচং কাগাপাশা মাজারে ওরসের নামে সকল অসামাজিক কার্যকলাপের বিরোধিতা করায়, গ্রামের বড়হাটি মসজিদের ইমাম মাওলানা ফাহাদ চৌধুরী ও মাওলানা মামদুদ চৌধুরীর উপর কাগাপাশা বাজারে লাঠিসোঁটা নিয়ে শারীরিক নির্যাতন করার প্রতিবাদে বানিয়াচংয়ের সর্বস্তরের উলামায়ে কেরামের আহবানে দারুল কুরআন মাদরাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন, মাওলানা শায়খ মখলিছুর রহমান, মাওলানা আব্দাল হোসেন খান, কাজী আতাউর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা মজিবুর রহমান যকশেরী, ক্বারী কমর উদ্দীন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিকুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মসিউর রহমান, মুফতী নাসির উদ্দীন, মুফতী এখলাছুর রহমান, মাওলানা সুফি আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলান আশরাফ আলী, মুফতী নুরুল আমীন, মাওলানা আবু বকর, মাওলানা সিরাজ উদ্দীন, মাওলানা ইমরান আহমদ উসমানী, মাওলানা আমীন উদ্দীন ফরাশ, মাওলানা আবুল আহমদ, মাওলানা ইয়াহইয়া আহমদ, মাওলানা বশির উদ্দীন আহমদ, মাওলানা মুনতাসির আলম সুহান, আব্দুল কাদির, হাফিজ এনামুল হক, মাওলানা আজিজুর রহমান সিরাজী, মাওলানা হাফিজ সোহাইল আহমদ, হাফিজ আশরাফ আলী, মাওলানা মামুদদ চৌধুরী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ফাহাদ চৌধুরী, জনাব আনোয়ার হোসেন সুমন, ক্বারী মুস্তাকিম বিল্লাহ প্রমুখ