শাহ সুমনঃ বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। (৬ ফেব্রুয়ারি) রবিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সঞ্চালনায় ও সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ- ২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি দেশের উন্নয়ন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে চেয়ারম্যানদেরকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি)ইফফাত আরা জামান উর্মী, অফিসার ইনচার্জ কর্মকর্তা এমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন,মৌঃ আতাউর রহমান।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান গন সভায় নিজেদের ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান , শেখ শামসুল হক, মিজানুর রহমান খান আহাদ মিয়া , লেখাছ মিয়া, উপস্থিত ছিলেন আরফান উদ্দিন, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসুদ কুরাইশী , হাফেজ সামরুল ইসলাম,জয় কুমার দাস, মোঃ সাদিকুর রহমান, শেখ মিজানুর রহমান, নাসির উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মখলিছ মিয়া, শাহ সুমন,হ্নদয় খাঁন প্রমূখ।