শাহ সুমন,(বানিয়াচং)থেকেঃ বানিয়াচং উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান বানিয়াচং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি বানিয়াচংয়ের ঐতিহাসিক গড়ের খাল খনন কাজে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানিয়েছেন। বানিয়াচংয় গ্রামের অভ্যন্তরীণ খাল-নালা খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য শীঘ্রই বিশাল নাগরিক সমাবেশ করা হবে বলেও ঘোষণা দেন সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।
২৩ জানুয়ারী সোমবার সকাল ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, হায়দারুজ্জামান খান, মিজানুর রহমান খান, আহাদ মিয়া,আনোয়ার হোসেন, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসুদ কোরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম, জয়কুমার দাস, সাদিকুর রহমান, শেখ মিজান, নাসির উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,শেখ শাহনেওয়াজ ফুল, ইমাম সমিতির সভাপতি আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকার, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদীউজ্জামান প্রমুখ।
বানিয়াচংয়ের ঐতিহাসিক গড়ের খাল খনন কাজ শুরু করায় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান কে আইনশৃঙ্খলা কমিটির সকলে ধন্যবাদ জানিয়েছেন।সভার সিদ্ধান্ত অনুযায়ী শহীদ মিনারের সামনের সড়কে অবৈধ সিএনজি স্ট্যান্ড বন্ধ করা, ইউনিয়ন পরিষদ কর্তৃক টমটম মিশুক গাড়ির নম্বর প্লেট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।