শাহ সুমন, বানিয়াচং: হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৯ আগষ্ট) দুপুর বারোটার সময় অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এর নির্দেশনায় বানিয়াচং থানার কর্মরত এসআই স্বপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে উপজেলা সদরের ১নং ( উত্তর- পূর্ব)ইউনিয়নের অন্তর্গত চতুরঙ্গ রায়ের পাড়া গ্ৰামের হাফিজ মিয়ার পুত্র মহসিন মিয়া (২৮) কাজী মহল্লা গ্ৰামের মৃত সৈয়দুর রহমানের পুত্র মোঃ সজল মিয়া (৩০), পূর্বগড় গ্ৰামের আলাউদ্দিন মিয়ার পুত্র লিটন মিয়া (৩৮)কে চতুরঙ্গ রায়ের পাড়া গ্ৰামের পলাতক আসামি আবিদুর মিয়ার বসত ঘর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬ হাজার ১০ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। তাদেরকে নিয়মিত মামলা রুজু করে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।