শাহ সুমন, হবিগঞ্জ প্রতিনিধি: পদন্নোতি জনিত বদলির কারণে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায়, উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও এক নম্বর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।এছাড়াও, তিনি উপজেলা নির্বাহী অফিসারের ভুয়সী প্রশংসা করে তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ কর্মকালীন বিভিন্ন সৃতিচারণ উল্লেখ করে বলেন,স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব এখানকার মানুষের।আমি যেখানেই থাকিনা কেন বানিয়াচংবাসীর কথা আমার সবসময় মনে থাকবে আর আগামীতে ও যেন তিনি ন্যায় নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন এজন্য সবার আন্তরিক দোয়া কামনা করেন।
তিনি প্রায় দুই বছর বানিয়াচং উপজেলায় কর্মরত ছিলেন।বর্তমানে খাগড়াছড়ি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এই সময় উপজেলা নির্বাহি অফিসারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্বারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, হায়দারুজ্জামান খান ধন মিয়া, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, আহাদ মিয়া, শেখ মিজানুর রহমান সহ অন্যান্য ইউপি চেয়ারম্যানবৃন্দ।