বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালই দোকান নামক এলাকায় ইট বোঝাই ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মতলেব খা (৮০) নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ০৭(নভেম্বর)২০২২ সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাখালগাছী থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী কাটাখালী আসার পথে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে সুগন্ধি গ্রামের মতলেব খা ঘটনাস্থলে নিহত হন।
দুর্ঘটনায় আহত রুহিন খা (৪৫) ও সৈকত খাকে (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
Drop your comments: