বাগেরহাট প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র জন্মদিবস উপলক্ষে শেখ রাসেল দিবস–২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন।
১৮ অক্টোবর সোমবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনের নেতৃত্বে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আ. মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিহাদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্চয় বিশ্বাস,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, উপজেলা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।