![InShot_20220726_120455470](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/07/InShot_20220726_120455470-scaled.jpg)
বাগেরহাট প্রতিনিধিঃ খুলনা-ঢাকা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত ও হয়েছে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টর দিকে খুলনা-ঢাকা মহাসড়কে ফকিরহাটের পালেরহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে বাগেরহাটের
শরণখোলার উদ্দেশে ছেড়ে আসা ক্লাসিক মেঘনা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে এক জন নারী ও এক জন পুরুষ রয়েছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান জানান, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ
হারিয়ে গাছে ধাক্কা দিলে দুই জন নিহত হন। নিহতদের মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।