![InShot_20220403_005845916](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220403_005845916-scaled.jpg)
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে এক ইউপি সদস্যসহ তিন কৃষকের মৎস্য ঘেরে বিষ দিয়ে অন্তত তিন লক্ষ টাকার মাছের ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৩ নং গাংনী ইউনিয়নের দারিয়ালা গ্রামে গত শুক্রবার রাতে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক ২ নং ওয়ার্ড ইউপি সদস্য, মোল্লা জসিম উদ্দিন জানান, তার দুই বিঘা জমির একটি মৎস্য ঘেরে শুক্রবার রাতের যেকোনো সময় পূর্বশত্রুতার জেরে দুষ্কৃতিকারীরা বিষ দেয়, শনিবার সকালে ঘেরে গিয়ে দেখেন, ৭/৮ হাজার চিংড়ি সহ সকল ধরনের সাদা মাছ এমনকি পোকামাকড়ও মরে ভাসছে। এতে তার অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া একই এলাকার টিপু মোল্লা ও জাবের মোল্লা নামের দুই কৃষকের পৃথক দু’টি মৎস্য ঘেরে বিষ দেয় দুস্কৃতিকারীরা। এতে তাদের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়।
এঘটনায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ করা হবে বলেও জানান উক্ত ইউপি সদস্য মোল্লা জসিম উদ্দিন।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, এবিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।