![InShot_20220319_172734680](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/03/InShot_20220319_172734680-scaled.jpg)
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আওয়ামী
লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা আওয়ামীলীগের কার্য্যালয়ের সামনে বাগেরহাট জেলা তাঁতী লীগের আহবায়ক তালুকদার আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সরদার আবুল কালাম, জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, জেলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা তাঁতী লীগের সদস্য সচিব এ্যাড: ফকির ইফতেখারুল ইসলাম রানা, সদর উপজেলা তাঁতী লীগের আহবায়ক মো. জাহিদ হোসেন, মোরলগঞ্জ উপজেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক কেএম শহিদুল ইসলাম জেলা তাতী লীগ নেতা বরকত আলী মীর, পৌর তাতী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন মিঠু,সজিব শিকদার, লিটু দাস, আরাফাত মীর প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে বাগেরহাটে তাঁতী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।