বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে দেড় কেজি গাঁজাসহ ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে জিউধরা গ্রামের পাজাখোলা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- মোংলার দিগরাজ গ্রামের আয়নাল খানের ছেলে মিজানুর রহমান খান (২৮), কানমারি গ্রামের শ্রী মন্ডলের ছেলে সমর মন্ডল (৩৫), সোনাখালী গ্রামের লুৎফর শেখের ছেলে লাবলু শেখ (২৯) ও কানমারি গ্রামের মালেক হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৭)। এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মোংলা থেকে মাদকের একটি চালান নিয়ে কয়েকজন যুবক পাজাখোলা গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল অভিযান চালায়। এ সময় ওই চার যুবক দুটি ব্যাগে থাকা দেড় কেজি গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে। পুলিশ তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।