
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মোকলেসুর রহমান খান (৭০) নামে এক কৃষককে গলাকেটে হত্যার করেছে দুবৃত্তরা। উপজেলার তেলিগাতী ইউনিয়নের মধ্যম তেলিগাতী গ্রামে সোমবার মধ্য রাতের এ হত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৭টার দিকে মোকলেসুর রহমান খান (৭০) এর গলাকাটা লাশ তার নিজ ঘরের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা।
নিহত মোকলেসুর রহমান খান তেলিগাতী ইউনিয়নের মধ্যম তেলিগাতী গ্রামের আব্দুর রহিম খানের ছেলে।সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ বাচ্চু মিয়া জানান, মোকলেসুর রহমানের
স্ত্রী ও সাত সন্তান রয়েছে। তবে, ঘটনার রাতে তিনি একাই বাড়িতে ছিলেন। সকালে প্রতিবেশীরা তার নিজ ঘরের পাশে গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খরব দেয়।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, মোকলেসুর রহমান নামে এক ব্যক্তির গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কারা কী কারণে মোকলেসুর রহমানকে গলা কেটে হত্যা করেছে তা উদঘাটনের জন্য পুলিশ কাজ শুরু করেছে।