বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) বিকালে বাগেরহাট আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু আশীষ কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু,জেলা আওয়ামী লীগ নেতা আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান বিজিয়া পারভিন , পৌর মহিলা লীগের আহবায়ক ও মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক টুটুল তালুকদার প্রমূখ।