বলে মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্ব উদযাপনে গত রোববার রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে ‘সোনালি বিজয় পর্ব’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনে এ কথা বলেন রাজনাথ সিং।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারত ভূমিকা রেখেছে এবং আজ আমরা অত্যন্ত আনন্দিত যে, গত ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুততার সঙ্গে এগিয়ে গেছে, যা বিশ্বের বাকি দেশগুলোর জন্য একটি অনুপ্রেরণা।’
রাজনাথ সিং বলেন, ‘মাঝে মাঝে ভেবে আমি বিস্মিত হই, আমাদের বাঙালি বোন-ভাইদের কী দোষ ছিল? অধিকার দাবি করা? তাদের শিল্প, সংস্কৃতি ও ভাষা বাঁচিয়ে রাখার চেষ্টা করা? রাজনীতি ও শাসন ব্যবস্থায় নিজেদের যথাযথ প্রতিনিধিত্বের জন্য সোচ্চার হওয়া?’ তিনি বলেন, ‘ভারতের নৈতিক ও গণতান্ত্রিক ঐতিহ্য আর উপযুক্ত সময়ে সহযোগিতার প্রকৃত উদাহরণ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। এর ফলে ১৯৭১ সালে পাকিস্তানের বিপক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ অর্জন করেছিল ঐতিহাসিক জয়।’ গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারতের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধে প্রতিপক্ষের ওপর জয় লাভ করলেও ভারত কোনো রকম জবরদখল করেনি।