ভারতে বাংলাদেশি কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
জানা যায়, কাজের খোঁজে অবৈধভাবে ভারত প্রবেশ করে ওই কিশোরী। ভারত পৌঁছে শরিফুল মল্লিকের বাড়িতে আশ্রয় নেয় সে। সেখানে শরিফুল ও তার সহযোগী মহসীন বিশ্বাস তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ঐ কিশোরী। শনিবার (১৬ অক্টোবর) অভিযুক্তদের আটক করে পুলিশ। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
অভিযুক্তদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে আদালত দুইজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
Drop your comments: