করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী (৬০) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ইস্তেকমাল হোসেন জানান, উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাতে তার মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।
ইস্তেকমাল হোসেন বলেন, ‘আশরাফ আলী বাংলাদেশ ব্যাংক সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন।’
Drop your comments: