বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ), ইউএই’র সভাপতি কামাল ও সেক্রেটারী আবু বকর পুনঃনির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরামের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় ও আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে অনলাইনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৪শে ফেব্রুয়ারি থেকে ভোট গ্রহন শুরু হয়ে ২৬শে ফেব্রুয়ারি বিকাল ৪ টা শেষ হয়। সভাপতি পদে কামাল হোসাইন সুমন ৯১ শতাংশ ও সাধারণ সম্পাদক পদে আবুবকর ছিদ্দিক ৮৪ শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন।
নির্বাচনী ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ইসমাইল গনি চৌধুরী, নির্বাচন কমিশনার তরিকুল ইসলাম শামীম, মিহির ব্রাগনোরা, জাফর চৌধুরী, জসিম উদ্দিন মল্লিক, মোহাম্মদ আব্বাস, ইব্রাহীম ওসমান, মুনসুর মোহাম্মদ খলিল, আহসান হাবীব, আবদুস সাত্তার , যমুনা টিভি প্রতিনিধি মু: রফিকউল্লাহ প্রমুখ।